ঢাকা: বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।
রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৪১১ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল হয়।
বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। শিক্ষার্থীদের প্রতি মাসে মেধাবৃত্তি, সামাজিক এবং সাংস্কৃতিক নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ইফতারে আগে দেশ ও মানবজাতির জন্য দোয়া পরিচালনা করেন সদস্য স্বাধীন ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, ইফতারে যারা এসেছেন, সবাইকে স্বাগতম। মাহে রমজান মাসে আমাদের এ আয়োজন। বসুন্ধরা শুভসংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কাজ করছে। আগামীতে আরও বেশি করে কাজ করতে চাই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী ইসলাম, জাবি বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ফাইরুজ জান্নাত, সহ-সভাপতি আশুরা আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি মোহাম্মদ এহসান আমিন, অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহজাবিন আফরোজ এবং কার্যকরী সদস্য মাঈশা জাঈন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এসআই