ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

যৌতুক ও বাল্যবিয়ে বন্ধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, মে ১৯, ২০২৫
যৌতুক ও বাল্যবিয়ে বন্ধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ 

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বাল্যবিয়ে ও যৌতুকবিরোধী প্রচারণা চালাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া শাখার সদস্যরা।

রোববার (১৮ মে) আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গ বালিকা বিদ্যালয়ে মাসব্যাপী এ প্রচারণার উদ্বোধন করা হয়।

 

সারাদেশের মতো আগৈলঝাড়া উপজেলাটিও বাল্যবিয়ের কালো ছায়া থেকে মুক্ত হতে পারেনি। অসচেতনতার কারণে উপজেলা জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে বাল্যবিয়ে। সেই সঙ্গে আছে যৌতুকের মতো অভিশাপ।

বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, বাল্যবিয়ে কমছেই না, দেশের গ্রাম পর্যায়ে এখনো ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই কিশোরীর বিয়ে হয়। ১৫/১৬ বছর বয়সে গর্ভধারণ মা ও শিশুস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।  

তিনি আরও বলেন, যৌতুক একটি অনৈতিক, অন্যায় ও অবমাননাকর প্রথা। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা, আইন প্রয়োগ এবং নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে যৌতুক প্রথার বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, বাল্যবিয়ের ফলে কিশোরী মাতৃত্বের ঝুঁকি বাড়ে, যা প্রিম্যাচিউর জন্ম, নবজাতকের কম ওজন এবং মাতৃমৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেয়। কিশোরী মায়েরা শারীরিকভাবে পরিপূর্ণ না হওয়ায় তাদের স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে থাকে, বিশেষ করে পুষ্টির চাহিদা পূরণের ক্ষেত্রে। কারণ তাদের শরীর এবং হাড় এখনো বিকশিত হচ্ছে।  

তিনি বলেন, বাল্যবিয়ের ফলে দীর্ঘমেয়াদে প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ে, যেমন জরায়ু ক্যান্সার ও অন্যান্য প্রজনন স্বাস্থ্য জটিলতা। বাল্যবিয়ের কারণে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও মারাত্মকভাবে প্রভাবিত হয়। কিশোরী মায়েরা উদ্বেগ, ডিপ্রেশন এবং সামাজিক চাপের শিকার হন। যা তাদের দীর্ঘমেয়াদি মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে।

এসময় বক্তারা বলেন, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর জন্ম তারিখ শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন অনুসারে ২০০৯ সালে ১৬ মার্চ। গত ১০ মে রাতে তাকে বিয়ে দেওয়া হচ্ছে শুনে সহকারী কমিশনার (ভূমি) উম্মে  ইমামা বানিন গিয়ে বিয়ে বন্ধ করে দেন। সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ১৮ বছর বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেন। কিন্তু ঘটনার পরদিনই মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়ে দিয়েছেন ওই বাবা।  বিয়ে রেজিস্ট্রেশন হলে এ সুযোগ পেতেন না তারা। এজন্য বিয়ের ক্ষেত্রে শতভাগ রেজিস্ট্রেশন করা নিশ্চিত করতে হবে।

এসময় বক্তব্য দেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি ডা. মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার  উপদেষ্টা এসএম ওমর আলী সানি, সহ-সভাপতি আয়কর আইনজীবী সমীরণ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, সদস্য  মো. ইদ্রিস খান, আমির হামজা, জিলিয়ান বিশ্বাস, শান্তা হালদার, সুখী আক্তার ও কেয়া আক্তারসহ অনেকে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ