ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুলাই ১৮, ২০২৫
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সচেতনতামূলক সভা করেছে বসুন্ধরা শুভসংঘ।  

শুক্রবার (১৮ জুলাই) উপজেলার সীমান্তবর্তী দুই নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফান্দা গ্রামের আশ্রয়ণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মঞ্জুর ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ হানিফ মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, রেজুওয়ান সরকার, আশ্রয়ণ প্রকল্পের সভাপতি জালাল উদ্দীন, স্থানীয় বাসিন্দা সোহরাব উদ্দিনসহ অনেকে।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মঞ্জুর ফরাজী বলেন, যখন মা-বাবা ঘরের কাজে ব্যস্ত থাকেন, তখন শিশুদের পানিতে ডুবে মারা যাওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টাই বেশি ঝুঁকিপূর্ণ। এসময় পরিবারের অগোচরে শিশুরা খেলতে খেলতে পুকুর বা ডোবায় গিয়ে পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে বিপদে পড়ে। তাই শিশুদের সাঁতার শেখানো উচিত। তার আগে নজরদারি জরুরি। আর সবার সচেতনতা খুবই প্রয়োজন। আমরা যদি সমবেত হয়ে এমন সচেতনতার চর্চা করি, তাহলেই শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলা যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন বলেন, বর্ষা মৌসুমে নদী-নালা, খাল-বিল পানিতে পূর্ণ থাকায় শিশুরা খেলতে গিয়ে অসচেতনভাবে পানিতে পড়ে মারা যায়। তাই অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে।

বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা এস এম রফিকুল ইসলাম রফিক বলেন, শিশুদের সুরক্ষায় আমাদের দায়িত্ব শুধু নিজের সন্তানকে নিয়ে সীমাবদ্ধ নয়; প্রতিবেশীর শিশু, পথের শিশু, যে কোনো শিশুই সমাজের সম্মিলিত সম্পদ। তাই প্রতিটি পরিবারকে নিজ ঘরের চার দেয়াল পেরিয়ে পাশের ঘর, পাশের বাড়ির দিকেও নজর বাড়াতে হবে। একে-অপরের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে পারলেই দুর্ঘটনার ঝুঁকি বিশেষ করে পানিতে ডুবে প্রাণহানির মতো হৃদয়বিদারক ঘটনা অনেকাংশে কমে আসবে। আপন শিশু কারো চোখ এড়িয়ে গেলেও প্রতিবেশী যদি সতর্ক থাকে, তখনই বড় বিপদ এড়ানো সম্ভব হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বলেন, প্রতিটি শিশুর প্রাণই অমূল্য। শিশুমৃত্যুর মতো করুণ ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. জামাল তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত।  

সভায় আলোচনা শেষে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার এ আয়োজনকে সাধুবাদ জানান অতিথি ও স্থানীয়রা।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ