ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গুরুত্বপূর্ণ ম্যাচে জিমিকে পাচ্ছে না মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
গুরুত্বপূর্ণ ম্যাচে জিমিকে পাচ্ছে না মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে মাঠে নামবে মোহামেডান। আগামী ১৯ এপ্রিল আবাহনীকে হারাতে পারলে একক চ্যাম্পিয়ন হবে মোহামেডান।

 আবাহনী জিতলে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আবার ঐ ম্যাচ ড্র হলে একক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে ঢাকা মেরিনার ইয়াংসের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে দলে পাচ্ছে না সাদা-কালোরা। কার্ড ইস্যুতে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে।

হকি লিগের বাইলজের ১৫ (ক) ধারা অনুযায়ী কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ বহিষ্কার থাকবে। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি লিগের প্রথম পর্বে পুলিশ, সুপার লিগে মেরিনার্স এবং উষার বিপক্ষে হলুদ কার্ড দেখেন। তাই তিনি লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না। গতকাল লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না এক চিঠিতে মোহামেডান ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে বিষয়টি অবহিত করেছে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।