ঢাকা: গত মৌসুম জুড়েই দুর্দান্ত ছিল চেলসি। কিন্তু, নতুন মৌসুম আসতেই ছন্দ হারায় হোসে মরিনহোর শিষ্যরা।
ব্রিটান্নিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে স্টোককে লিড এনে দেন আইরিশ স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্স। ম্যাচে ফিরতে হ্যাজার্ড-কস্তা-অস্কার-উইলিয়ানদের সব প্রচেষ্টায় ভেস্তে যায়। তবে অন্তিত মুহূর্তে চেলসিকে সমতায় ফেরান ফ্রেন্স স্ট্রাইকার লইক রেমি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ইনজুরি সময়ের শেষ মিনিটে ডিফেন্ডার ফিল বার্ডসলির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় স্টোক। কিন্তু, তাতেও প্রতিপক্ষের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে।
পেনাল্টি শুটআউটে দু’দলই ছিল সমানে সমান। প্রথম ৯টি শট থেকেই বল জালে জড়ায়। কিন্তু, দশ নম্বর শটটি মিস করেন চেলসির সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় এডেন হ্যাজার্ড। সঙ্গে সঙ্গেই জয়োৎসবে মাতে স্বাগতিকরা। আর পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে গত আসরের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম