ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে উঠতে ব্যর্থ আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
শীর্ষে উঠতে ব্যর্থ আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে জায়ান্ট দল আর্সেনালকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল টটেনহাম। ৬০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে গোল করে লিড ধরে রাখে টটেনহাম।

তবে, শেষ দিকে আর্সেনাল গোল করে সমতা ফেরায়।

১-১ গোলে ড্র হওয়া ম্যাচের আগে আর্সেনালের সুযোগ ছিল লিগ টেবিলের শীর্ষে উঠার। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ২৬ পয়েন্টকে টপকে যেতে পারতো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে, টটেনহামের বিপক্ষে জয় না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে ম্যানসিটির সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে সিটিজেনরা।

ম্যাচের ৩২ মিনিটের মাথায় ড্যানি রোজের অ্যাসিস্ট থেকে গোল করে টটেনহামকে লিড পাইয়ে দেন হ্যারিকেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় টটেনহাম। বিরতির পর প্রতিপক্ষের সীমানায় গিয়ে বারবার মুখ থুবরে পড়ে আর্সেনালের আক্রমণ। গানারদের শানানো আক্রমণ রুথে দেয় টটেনহামের রক্ষণভাগ।

ম্যাচের ৭৭ মিনিটের মাথায় সমতায় ফেরে গানাররা। কিয়েরন গিবসের গোল থেকে ম্যাচের ফল দাঁড়ায় ১-১। আর্সেনালকে সমতায় ফেরাতে গোলের যোগানদাতা ছিলেন মেসুত ওজিল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা পায়নি।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।