ঢাকা: সান্তিয়াগো বার্নাব্যুতে এমন লজ্জাজনক হার বরণ করতে হবে তা বোধ হয় রোনালদো-বেনজেমারা স্বপ্নেও ভাবেননি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের পরাজয়টা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে জাভি বলেন, ‘যদিও এটা ‘মানিতা’ (৫-০ গোলের পরাজয়) ছিল না। তবে ব্যবধানটা আরো বেশি হতে পারত। রিয়াল দু-তিনটি গোলের সুযোগ পেয়েছে। কিন্তু, বার্সা অন্তত ২০টি সুযোগ তৈরি করেছে। তাই কাতালান সমর্থকরা হয়তো আরো বড় ব্যবধানের জয়ই প্রত্যাশা করেছিল। ’
সাবেক বার্সা তারকা উল্লেখ করেন, ‘আমি ম্যাচটি বেশ উপভোগ করেছি। অ্যাটাক, ডিফেন্স, প্রেসিং, বল নিয়ন্ত্রণ সব দিক থেকেই আধিপত্য দেখায় বার্সা। তাদের কাছে এটি স্মরণীয় হয়ে থাকবে। বার্নাব্যুতে ৪-০ গোলে জেতায় এটা ঐতিহাসিক ম্যাচও বটে। আমি মনে করি, বার্সা রিয়ালকে ফুটবলীয় শিক্ষা দিয়েছে। তাদেরকে আমি অভিনন্দন জানাই। ’
আলাদা করে আন্দ্রেস ইনিয়েস্তার প্রশংসা করেন জাভি, ‘গোলগুলো ছিল অসাধারণ। ইনিয়েস্তারটি সত্যিই দর্শনীয়। বুসকেটস, ইনিয়েস্তা ও নেইমারের কম্বিনেশন ছিল দুর্দান্ত। তারা স্বাগতিকদের যে ফুটবল পাঠ দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দলের সবাই চমৎকার ফুটবল দক্ষতা দেখায়। তবে হতাশার জায়গাটা ছিল মাশ্চেরানোর ইনজুরি। ’
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম