ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

খেলা

ভাগ্যের সহায়তায় ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ভাগ্যের সহায়তায় ম্যানসিটির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: অল্পের জন্য বেঁচে গেল ইংলিশ জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। অপেক্ষাকৃত দুর্বল দল সোয়ানসি সিটির বিপক্ষে ভাগ্যগুনে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা।



ইংলিশ প্রিমিয়ার লিগের ১৬তম রাউন্ডের এ ম্যাচে জয় পাওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানসিটি। ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৩২। এক ম্যাচ কম খেলে লিচেস্টারসিটির পয়েন্টও ৩২। তবে, গোল ব্যবধানে এগিয়ে সিটিজেনরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে লিড নেয় স্বাগতিক ম্যানসিটি। নাভাসের তুলে মারা কর্নার কিক থেকে বল পেয়ে জোরালো শট নিয়ে সোয়ানসির জালে বল জড়ান উইলফ্রেড বোনি। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতির পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরে সোয়ানসি। গোমিসের গোলে স্কোরলাইন হয় ১-১। ফেদেরিকো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে ম্যাচের ৯০তম মিনিটে গোলটি করেন ফরাসি তারকা গোমিস। ম্যাচে অতিরিক্ত দুই মিনিট যোগ করেন রেফারি।

রেফারির শেষ বাঁশি বাজবে বাজবে, এমন সময় চরম নাটকীয়তায় জয়সূচক গোলটির দেখা পায় ম্যানসিটি। গোলবারের ডানদিক থেকে বল পায়ে সোয়ানসির ডি-বক্সে প্রবেশ করেন ম্যানসিটির ইয়াইয়া তোরে। কোনাকুনি শটও নেন তিনি, বলও জালে জড়ায়। তবে, অফিসিয়ালি গোলটি যায় ম্যানসিটির নাইজেরিয়ান ফুটবলার খেলেচি ইহেনাচোর নামের পাশে। কারণ, তোরের নেওয়া শটে বলটি ইহেনাচোর পিঠে লেগে কিছুটা বাঁক খেয়ে জালে জড়ায়।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।