ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সেমিতে আফগান, ভুটানের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
সেমিতে আফগান, ভুটানের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: সাফ চ্যাম্পিয়নসশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। এর সঙ্গে পর পর দুই ম্যাচ হেরে আসর থেকে বাদ পড়লো ভুটান।

আফগানদের হয়ে জোড়া গোল করেন খাইবার আমানি। আর একটি গোল করেন মাশি সাইঘানি।

ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ফেভারিট হয়েই মাঠে নামে আফগানরা। আর ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে ম্যাচের শুরুতেই লিড নেয় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। খেলার ১৪ মিনিটে আমানির গোলে এগিয়ে যায় দলটি। আর ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সাইঘানি গোল করলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আফগান।

বিরতির পর ম্যাচের ৫১ মিনিটেই লিড তিনে নিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন আমানি। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আফগানিস্তান।

আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছিল। অন্যদিকে ভুটান নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছিলো।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।