বুধবার (৬ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন অব বাংলাদেশ ভবনের ১০ম তলাস্থ শ্রেডার মিলনায়তনে পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ নিজ দলের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের বিপক্ষে ড্র করেন।
সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৭ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে আছেন। মিলিতভাবে দ্বিতীয় স্থানে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ও মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান।
তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।
পঞ্চম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তৈয়ব গ্র্যান্ড মাস্টার রাকিবের সাথে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ আন্তর্জাতিক মাস্টার শাকিলের সাথে ও ফিদে মাস্টার পরাগ ফিদে মাস্টার দেবরাজের বিপক্ষে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার রিফাত সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেনকে, গ্র্যান্ড মাস্টার জিয়া চট্টগ্রামের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, ক্যান্ডিডেট মাস্টার মনন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদে মাস্টার নাসির নিজ দলের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী শেখ রাসেল চেস ক্লাবের অনত চৌধুরীকে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম বাংলাদেশ পুলিশের মোঃ শরীয়তউল্লাহকে হারান।
এছাড়া, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সাতক্ষীরার মোঃ ইমদাদুল হককে, মীর চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার নাইম হক বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, খুলনার দেলোয়ার হোসেন বাংলাদেশ পুলিশের মোঃ জামাল উদ্দিনকে পরাজিত করেন।
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরনের বিপক্ষে ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী নারায়ণগঞ্জের ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেনের বিপক্ষে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআরপি