ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটন দিবসে কক্সবাজারে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
পর্যটন দিবসে কক্সবাজারে শোভাযাত্রা

কক্সবাজার: ট্যুরিজম অ্যান্ড পিচ বা পর্যটন শান্তির সোপান-প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে কক্সবাজারে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুগন্ধা বিচ পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করা হয়।

এটি লাবনী বিচ পয়েন্ট এলাকায় এসে শেষ হয়।  

এছাড়াও দিবসটিকে ঘিরে বিকেলে আলোচনা ও সন্ধ্যায় লাবনী বিচ পয়েন্টের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।  


 র‌্যালিতে বিচ বাইক, ঘোড়ার গাড়ি ও বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন হোটেল-মোটেলসহ পর্যটন শিল্পে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলুন ও কবুতর অবমুক্ত করে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহ উদ্দিন।  

প্রতি বছর এ দিবসকে ঘিরে সপ্তাহব্যাপী বিচ কার্নিভ্যাল ও পর্যটন মেলার আয়োজন থাকলেও এবার প্রশাসনের উদ্যোগে তেমন কোনো আয়োজন বা সাজসজ্জা নেই দিবসটি ঘিরে৷ 

হোটেল ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পর্যটনের গেল এক বছর কেটেছে মন্দায়।  

তারপরও পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে সব তারকা মানের হোটেলগুলো। তাদের আশা এ বছর হবে পর্যটনের বছর, পর্যটন সমৃদ্ধের বছর।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।