ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

পর্যটন

‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তমাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, সেপ্টেম্বর ২৫, ২০২৫
‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তমাল পর্বতারোহী তমাল

পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।  

বুধবার দিবাগত রাত ৩টায় এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি।

মানাসলুর চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেন তমাল। এই অভিযানের আয়োজক ‘অ্যালটিটিউড হান্টার’-এর প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর, পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন তমাল। এ উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার।

এর আগে, তৌফিক আহমেদ গত ১৪ বছর ধরে দেশ-বিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণও নিয়েছেন। এর মধ্যে তিনি ৫ হাজার থেকে ৬ হাজার মিটার উচ্চতার সাতটি পর্বত এবং সাড়ে ছয় হাজার মিটার উচ্চতার দুটি পর্বত জয় করেন।

তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে-প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়। এছাড়াও, গত বছর বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন তমাল।

‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। ১৯৫৬ সালের ৯ মে প্রথমবারের মতো এ চূড়ায় আরোহণ করেন তোশিও ইমানিশি এবং গ্যালজেন নরবু—তারা একটি জাপানি পর্বতারোহী দলের সদস্য ছিলেন।

এরপর দীর্ঘ ১৫ বছর কেউ মানাসলুর চূড়ায় পৌঁছাতে পারেননি। ১৯৭১ সালে পুনরায় একটি জাপানি পর্বতারোহী দল এ শৃঙ্গ জয় করে। ১৯৯৭ সালে মার্কিন পর্বতারোহীরাও মানাসলুর চূড়ায় উঠতে সক্ষম হন।

উচ্চতায় অষ্টম হলেও, বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে মানাসলুর অবস্থান চতুর্থ।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।