ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

পর্যটন

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে সেরা কক্সবাজারের বে ওয়াচ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, সেপ্টেম্বর ২৩, ২০২৫
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে সেরা কক্সবাজারের বে ওয়াচ

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (সাটা)-২০২৫ এ সেরা হিসেবে দুই পুরস্কার অর্জন করলো কক্সবাজারে অবস্থিত বাংলাদেশের হোটেল বে ওয়াচ। শ্রীলঙ্কার কলম্বোতে গত ১৯–২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেওয়াচ—সাউথ এশিয়ান লিডিং বিচ হোটেল এবং সাউথ এশিয়ান বেস্ট নিউ বিচ হোটেল ক্যাটাগরিতে ‘সেরা’ পুরস্কার অর্জন করে।

এই অর্জন বাংলাদেশের জন্য আঞ্চলিক পর্যটনে এক গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সাটা অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার পর্যটন ও হসপিটালিটি খাতের শীর্ষ ব্র্যান্ডগুলোকে একত্রিত করে। এই স্বীকৃতি প্রমাণ করল- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে বে ওয়াচের বিশ্বমানের সেবা, আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিলাসবহুল অভিজ্ঞতা ও অবিস্মরণীয় সৈকত ভ্রমণে তাদের অঙ্গীকার।  

গত ২০ সেপ্টেম্বর কলম্বোর সিনামন গ্র্যান্ড-হোটেলে অ্যাওয়ার্ড প্রদানকালে সাটার প্রেসিডেন্ট ইসমাইল হামিদ বলেন, “প্রতিষ্ঠার প্রথম বছরেই অতিথিসেবায় বেওয়াচ যে আন্তর্জাতিক মান অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এ অর্জন শুধু বেওয়াচ এর নয়, আমরা মনে করি এটি পুরো বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য তথা দক্ষিণ এশিয়ার হসপিটালিটিতে নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। ” 

প্রসঙ্গত, বাংলাদেশের কক্সবাজারের ইনানিতে অবস্থিত বিলাসবহুল বে ওয়াচ যাত্রা শুরু করে ২০২৪ সালে। বিশ্বমানের আবাসন, ফাইন ডাইনিং, ওয়েলনেস অভিজ্ঞতা ও অসাধারণ অতিথি সেবার গুণে মাত্র এক বছরেই দেশে ও আন্তর্জাতিক পরিসরে অনন্য স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।  

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।