ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

পর্যটন

সাজেকে আসছেন পর্যটকরা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, নভেম্বর ৫, ২০২৪
সাজেকে আসছেন পর্যটকরা

রাঙামাটি: দীর্ঘ ৪৫ দিন পর অবশেষে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে পর্যটকদের আগমন ঘটেছে।  

মঙ্গলবার (৫ নভেম্বর) এমনই তথ্য নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ।

কটেজ মালিক সমিতির এ নেতা বলেন, খাগড়াছড়ি থেকে ৫০ গাড়ি সাজেকে এসেছে। পর্যটকের সংখ্যা কয়েশ হতে পারে।

তিনি বলেন, কয়েকদিন পর পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পর্যটক আসা শুরু হলে ব্যবসায়ীরা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে হত্যার পর খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা ও রাঙামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এই দুই জেলায় চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।  

পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত ০৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন।

তবে গত বুধবার (৩০ অক্টোবর) প্রশাসন ০১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ০৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।