ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

দুবাই-ঢাকা রুটে সপ্তাহে ৬ ফ্লাইট এমিরেটসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
দুবাই-ঢাকা রুটে সপ্তাহে ৬ ফ্লাইট এমিরেটসের ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাই-ঢাকা-দুবাই রুটে তিনটি ফ্লাইট বাড়িয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৮ জুলাই) এ ঘোষণা দেয় সংস্থাটি।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩ আগস্ট থেকে দুবাই-ঢাকা রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। গত এক মাস ধরে এ রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল সংস্থাটি।

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ বাংলাদেশে প্লেন চলাচল বন্ধ করে দিলে এমিরেটসও ফ্লাইট বন্ধ করে দেয়। পরে গত ১৬ জুন থেকে বাংলাদেশ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলে ১ জুলাই থেকে বাংলাদেশে ফের ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এমিরেটস। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি মোতাবেক ১ জুলাই থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছে সংযুক্ত আরব আমিরাতের এ উড়োজাহাজ সংস্থা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।