ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাণিজ্যমেলা

মেলার একাংশ ২ মিনিট বিদ্যুৎবিহীন

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
মেলার একাংশ ২ মিনিট বিদ্যুৎবিহীন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম দিনে দুই মিনিট বিদ্যুৎহীন থাকলো মেলার একাংশ।
 
বৃহস্পতিবার রাত আটটা আট মিনিটের সময় পশ্চিমাংশে বিদ্যুৎ চলে যায়।

দুই মিনিট অর্থাৎ ৮টা ১০ মিনিটে কিছু স্টলে বিদ্যুৎ আসলে বেশিরভাগ অংশে বিদ্যুৎ আসতে আরও এক মিনিট সময় লাগে।
 
এ সময় মেলায় থাকায় দশনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। মনিরু্ল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অন্ধকার হয়ে গেলে কান্নাকাটি শুরু করে ৪ বছরের ছেলে মাহিম।
 
অন্ধকার দুই মিনিটের মধ্যে বহু মানুষ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাপক সমালোচনা করেন। তবে তাৎক্ষণিকভাবে ইপিবির’র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।