ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

রংপুরে জমে ওঠেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
রংপুরে জমে ওঠেনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর বাণিজ্য মেলা থেকে: ‘মামা ব্যবসা অহন হালকা। ভাবছিনু বৈশাখে একটু ব্যবসা ভালো হবে।

কিন্তু সেরকম কিছু দেখছি না। ’

 

কথাগুলো বলছিলেন রংপুরে শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার সিনহা দোকানের বিক্রেতা মন্টু মিয়া।

 

গত ২৭ মার্চ থেকে রংপুরের পুলিশ লাইনস স্কুলমাঠে শুরু হয় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি মেলা।

বুধবার (১৩ মার্চ) বিকেলে মেলায় গিয়ে এমন চিত্রের দেখা মেলে।

এবার মেলায় মোট ৯৭টি স্টল থাকলেও এখনো ১৩টি স্টল খালি রয়েছে। আর মেলায় আগত ক্রেতাদের ডেকে ডেকে নিজেদের দোকানে আনতে হচ্ছে বিক্রেতাদের।

মেলায় আসা সানজিদা বাংলানিউজকে বলেন, মেলায় কাপড়ের স্টল নেই বললেই চলে। অন্য স্টলও অনেক সীমিত।

এদিকে, আরেক দোকানের বিক্রেতা জানান, প্রচারণার কারণে বেচা-বিক্রি হচ্ছে না। প্রচারণা বাড়লে বিক্রি বাড়তে পারে।

এ বিষয়ে মেলা ডাক নেওয়া হযরত আলী জানান, প্রচারণা নয়, দেশের বিভিন্ন স্থানে মেলা শুরু হওয়ায় অনেকে এই মেলায় অংশ নেয়নি। তাই লোকজনও কম।

তবে পহেলা বৈশাখের দিন মেলা খোলা থাকবে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আরএইচএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।