ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাণিজ্যমেলা

ছুটির দিনে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
ছুটির দিনে ভিড় বাড়ছে বাণিজ্যমেলায়  আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দর্শনার্থীর ভিড়। ছবি: কাশেম হারুন

ঢাকা: ২৮তম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সরকারি ছুটির দিনে সকাল থেকে বাড়ছে আগত দর্শনার্থীর ভিড়। শনিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এ দৃশ্য দেখা গেছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়,  ১নং প্রবেশ গেটে লম্বা সারি। স্টলগুলোতেও তিল ধারণের জায়গা নেই।

বিশেষ করে গৃহ সামগ্রী, জুয়েলারি ও পোশাকের স্টলে ক্রেতারা ভিড় করছেন বেশি। আর এতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের।

বাণিজ্যমেলায় দর্শনার্থীদের ভিড়বিক্রেতারা জানান, মেলার শুরুর দিকে বসে থাকতে হতো। তখন বেচাবিক্রি কম ছিল। মেলা শেষ হয়ে আসছে তাই ক্রেতাও বাড়ছে। আগত দর্শনার্থীদের অনেকে কেনাকাটা করছেন। সব মিলিয়ে এবারের মেলায় উৎসব মুখর পরিবেশ।

বাণিজ্যমেলায় দর্শনার্থীদের ভিড়বাণিজ্যমেলায় ছাড়ের দিকে নজর থাকে দর্শনার্থীদের। সবাই চিন্তা করে শেষের দিকে পণ্যের দর কমানো হবে। কমবেশি সব স্টলেই ছাড়ের পাশাপাশি রয়েছে আকর্ষনীয় গিফট হ্যাম্পার।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।