ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

ক্রেতা-দর্শনার্থীর আগমনে ‘জনসমুদ্র’ মেলা প্রাঙ্গণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ক্রেতা-দর্শনার্থীর আগমনে ‘জনসমুদ্র’ মেলা প্রাঙ্গণ বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড়-ছবি-কাশেম হারুন

ঢাকা: আর পাঁচদিন পরেই পর্দা নামবে মাসব্যাপী বাণিজ্যমেলার। শেষদিকে এসে শুক্রবার (২৬ জানুয়ারি) ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্যমেলা। সব বয়সী দর্শনার্থীর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ। বেচাকেনা নিয়ে বিক্রেতাদের মুখেও সন্তুষ্টির ছাপ।

শুরুর দিকে ক্রেতা-দর্শনার্থী কিছুটা কম থাকলেও মেলার অর্ধেক সময় পার হওয়ার পর থেকেই প্রতিদিন দর্শনার্থীদের জমজমাট উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে, ছুটির দিনে বাণিজ্যমেলা টইটুম্বর হয়ে পড়ে।

এবারও তার ব্যতিক্রম হয়নি।

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্যমেলা-ছবি-কাশেম হারুনসকাল থেকে ক্রেতা-দর্শনার্থীদের ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে মেলার গেটের দায়িত্বে থাকা কর্মীদের। মেলায় প্রবেশের জন্য টিকিট কাটার লাইনে হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলার ভেতরে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে সামনে পা ফেলে হাঁটা কঠিন হয়ে পড়েছে। মেলার ভেতরে বিন্দুমাত্র বসার জায়গা নেই। দর্শনার্থীদের ঢল গেটের বাইরেও দেখা গেছে। হাজার হাজার দর্শনার্থী মেলায় প্রবেশের অপেক্ষায় রয়েছেন।

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্যমেলা-ছবি-কাশেম হারুনক্রোকারিজ, প্লাস্টিক, আইসক্রিম, বিস্কুট, হোম অ্যাপ্লায়েন্স ও ফার্নিচারসহ সব ধরনের প্যাভিলিয়েনে ক্রেতাদের ভিড়ে ঢোকা কঠিন হয়ে পড়েছে।  

মিনিস্টার প্যাভিলিয়নের বিক্রয় কর্মকর্তা আসাদ বলেন, মেলার সময় না বাড়ালে আজই শেষ শুক্রবার। এজন্য ক্রেতাদের ভিড় স্বাভাবিকভাবে বাড়বে। দর্শনার্থীর যা উপস্থিতি দেখছি তাতে সন্ধ্যার পর স্টলে জায়গা দেওয়া যাবে না মনে হচ্ছে।  

মেলার শেষবেলায় এসে কোনো সুযোগে হাতছাড়া করছেন না বিক্রেতারা। বিক্রি বাড়াতে ছাড়, নানা অফার দিচ্ছেন তারা। ক্রেতারাও লুফে নিচ্ছেন। এতে সবার হাতে ব্যাগভর্তি কেনাকাটার ব্যাগ দেখা গেছে।  

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্যমেলা-ছবি-কাশেম হারুন

কিয়ামের বিক্রয় প্রতিনিধি জানান, শেষ বেলায় এসে দর্শনার্থীর চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে। যারা দেখতে এসেছেন তারাও অফার থাকায় কিনে নিয়ে যাচ্ছেন।  

এ দিকে সন্ধ্যা হতে হতে দর্শনার্থীর সংখ্যা লক্ষাধিক ছাড়াবে বলে আশাবাদী মেলার ইজারাদাররা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।