ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় ক্রেতা সঙ্কট, হতাশ বিক্রেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
বাণিজ্যমেলায় ক্রেতা সঙ্কট, হতাশ বিক্রেতারা ছবি: শাকিল

ঢাকা: ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) শুরু হলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। তবে কোনো কোনো বিক্রেতারা জানিয়েছেন বিক্রি নয়, পণ্যের প্রচারণার জন্যই তারা মেলায় অংশ নিয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী আয়োজিত বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর তাদের বিক্রি অনেকটাই কম। দূরত্ব বিবেচনায় অনেকেই এ বছর মেলায় আসেননি। তবে স্থানীয়দের ব্যাপক আগ্রহ রয়েছে মেলাকে ঘিরে।

এ ব্যাপারে রিগ্যাল ফার্নিচারের ম্যানেজার আবু সাঈদ বাংলানিউজকে বলেন, বিগত বছরগুলোর তুলনায় ১০ শতাংশ বিক্রি নেই। দূরত্বের কারণে বিক্রি কমেছে।


মেলায় আশানুরূপ বিক্রি নেই বলে জানালেন ব্রাদার্স ফার্নিচারের সিনিয়র এক্সিকিউটিভ সেলস অফিসার তারিফুল ইসলাম। তিনি বলেন, আমাদের স্পেস কম, আশানুরূপ স্পেস পাইনি। এছাড়া আমাদের ক্রেতা রাজধানীভিত্তিক, সেই তুলনায় বিক্রি নেই।

বেচাবিক্রি আগের মতো না থাকলেও গত দুদিন ধরে একটু ভালো বলে জানালেন কাশ্মীরি শাল হাউজের জাহিদ হাসান। তিনি বলেন, আমাদের আশানুরূপ বিক্রি নেই। ভিড় হচ্ছে মেলায়, তবে ক্রেতা তুলনামূলক কম।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।