ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় স্কুলছাত্রীদের মধ্যে সাইকেল ও ব্যাগ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
আগরতলায় স্কুলছাত্রীদের মধ্যে সাইকেল ও ব্যাগ বিতরণ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অন্যতম বনেদী স্কুল বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সাইকেল এবং স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।  

সোমবার (৯ জানুয়ারি) স্কুলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত স্কুলের শিক্ষক- শিক্ষিকারা।

২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭৭ জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল এবং ১ম ,২য়, এবং ৩য় শ্রেণীর ছাত্রীদের ব্যাগ বিতরণ করা হয়।  

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত সেন জানান, আগে শুধুমাত্র দারিদ্র সীমার নিচে থাকা ছাত্রীদের সাইকেল দেওয়া হতো। বর্তমানে নবম শ্রেণীর সব ছাত্রী সাইকেল পাচ্ছে। এরই সঙ্গে এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তরের অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রীদের স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে বিনামূল্যে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।