ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় গুলি-পিস্তলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আগরতলায় গুলি-পিস্তলসহ যুবক আটক থানায় আটক যুবক।

আগরতলা, (ত্রিপুরা): বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে একের পর এক অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে ত্রিপুরার আগরতলার উষা বাজার এলাকার রাস্তায় তল্লাশিকালে একটি পিস্তল, ৪৬ রাউন্ড গুলিসহ বিমান দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।



বুধবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব।  

তিনি জানান, রাতে নিয়মিত তল্লাশিকালে একটি বিলাসবহুল গাড়িতে এক যুবকের কাছে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, ৪৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পুলিশ সামগ্রীগুলো জব্দ ও যুবককে আটক করে। এ সময় আরেকটি গাড়ি ছিল, সেটিকেও জব্দ করা হয়েছে।

আটক যুবকের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। এদিন তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।  

দুই দিন আগেও রাজ্য খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকার জঙ্গল থেকে বন্দুক উদ্ধার হয়। এভাবে নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ত্রিপুরায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।