ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আগরতলা

অনুপ্রবেশের অভিযোগে আগরতলায় দুই বাংলাদেশি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
অনুপ্রবেশের অভিযোগে আগরতলায় দুই বাংলাদেশি আটক 

আগরতলা(ত্রিপুরা): আগরতলায় অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন । পুলিশ তাদেরকে রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে আটক করেছে বলে রোববার(১৫ অক্টোবর) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি।

তাদের কাছে ভারতীয় কিছু রুপি ও মোবাইল ফোন ছাড়া পাসপোর্ট বা কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের বাড়ি নেত্রকোনা এলাকায়। নাম যথাক্রমে মিজানুর রহমান ও মোহাম্মদ হাসিফ। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের সঙ্গে আর কেউ রয়েছে কি না, কী উদ্দেশ্য নিয়ে অনুপ্রবেশ করেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।


বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৫,২০২৩
এসসিএন/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।