আগরতলা (ত্রিপুরা): কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাসহ বিভিন্ন এলাকায়।
রোববার (৩১ মার্চ) রাজধানী আগরতলা রাজ্যের শহরের বেশ কিছু এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
ঝড়ের দাপটে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে বিমানে প্রবেশ করার স্বয়ংক্রিয় অ্যাপ্রণের বেশ কিছু জায়গার লোহার শিট খুলে পড়েছে। সেই সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল বন্দরের টার্মিনাল ভবনের পাশের লোহার শিট খুলে পড়েছে, মাটিতে পড়ে গিয়েছে এয়ারকন্ডিশন মেশিনের কিছু যন্ত্রাংশ। এ ঝড়ে বিমানবন্দরের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঝড়ের ফলে রাজ্যের অন্যতম বড় এবং প্রধান রেফারেল হাসপাতাল চত্বরে থাকা একাধিক প্রাচীন গাছ ভেঙে গেছে। বিদ্যুতের খুঁটিতে গাছের ডাল পালা পড়ার ফলে তার ছিঁড়ে যায় এবং একাধিক খুঁটি ভেঙে পড়ে। ফলে হাসপাতালে ঢোকার প্রধান রাস্তা দীর্ঘ সময় বন্ধ থাকে। ঝড়ের দাপটে এবং গাছ ভেঙে পড়ে হাসপাতালের সামনের বেশ কয়েকটি দোকানে অল্প-বিস্তর ক্ষতি হয়েছে। এছাড়া আংশিকভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগরতলা পুর নিগমের কর্মীরা গাছ কেটে রাস্তা যান চলাচলের উপযুক্ত করেন।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এসসিএন/আরএ