ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার রাজ্যপালের লেখা বই নিয়ে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, ডিসেম্বর ২২, ২০১৬
ত্রিপুরার রাজ্যপালের লেখা বই নিয়ে সভা ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের লেখা ‘যা ছিল আমার দেশ’ নামে সদ্য প্রকাশিত বই নিয়ে সভা। ছবি: বাংলানিউজ

ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের লেখা ‘যা ছিল আমার দেশ’ নামে সদ্য প্রকাশিত বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের লেখা ‘যা ছিল আমার দেশ’ নামে সদ্য প্রকাশিত বই নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অরুণোদয় সাহা ও বইটির প্রকাশক সবিতেন্দ্রনাথ সাহা।

বইটিতে দেশ ভাগের পর উদ্বাস্তুদের ওপর অত্যাচার, নিপীড়ন, দুঃখ দুর্দশার কাহিনী ও সেই সময়ের ইতিহাসের কিছু অনালোকিত দিক তুলে ধরা হয়েছে।

রাজ্যপাল বলেন, বইটি শ্যামাপ্রাসাদ রায় ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। বইটি সবার কাছে সমাদৃত হলে পরিশ্রম সার্থক হবে।

তিনশ’ ৮৪পাতার বইটি কলকাতার এক খ্যাতনামা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এতে ৬২টি ছবিও রয়েছে বলেও জানান রাজ্যপাল।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬

এসসিএন/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।