ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, ডিসেম্বর ২৭, ২০১৬
ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া মহকুমা কমিটির ৩য় সম্মেলন

ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া মহকুমা কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আগরতলা: ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের তেলিয়ামুড়া মহকুমা কমিটির ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ ডিসেম্বর) মহকুমার অন্তর্গত দুর্গাপুর কমিউনিটি হলে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম)’র ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সুধীর সরকার, সিআইটিইউ’র তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সুভাষ সাহা প্রমুখ।

পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যদিয়ে সম্মেলনের সূচনা করেন উপস্থিত নেতারা।

সম্মেলনে মহকুমার বিভিন্ন এলাকা থেকে মোট ১শ’ ২০জন প্রতিনিধি উপস্থিত হন। সংগঠনের প্রয়াত নেতাদের স্ত্রীর হাতে এদিন স্মারকপত্র ও শীতবস্ত্র তুলে দেন উপস্থিত নেতারা।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসসিএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।