ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের পুরস্কার বিরতণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, ডিসেম্বর ২৮, ২০১৬
আগরতলায় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের পুরস্কার বিরতণ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১৪-১৫ অর্থ বছরে ত্রিপুরা রাজ্যের সব বাসিন্দা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সঞ্চয় করেছেন তাদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়েছে।

আগরতলা: ২০১৪-১৫ অর্থ বছরে ত্রিপুরা রাজ্যের সব বাসিন্দা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সঞ্চয় করেছেন তাদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়েছে।  

বুধবার(২৮ ডিসেম্বর) আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে ত্রিপুরা সরকারের ক্ষুদ্র সঞ্চয় দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।

 

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভানু লাল সাহা ভারত সরকারের সমালোচনা করেন পর্যাপ্ত ব্যবস্থা না করে নোট বাতিল করার জন্য।

পরে লটারির মাধ্যমে বাছাই করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬ 
এসসিএন/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।