ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

উদয়পুরে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র কার্যকরী বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জানুয়ারি ১৮, ২০১৭
উদয়পুরে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র কার্যকরী বৈঠক

আগরতলা: গোমতী জেলার উদয়পুরে বুধবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র কার্যকরী বৈঠক। 

এতে যোগ দিয়েছেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব দেব, সহসভাপতি সুবল ভৌমিক, দলের ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল দেওধর, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক তাপস মজুমদার, সাবেক সম্পাদক রণজয় দেব প্রমুখ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি বিপ্লব দেব বলেন, ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন বামফ্রন্ট একটি আসনেও জয়ী হতে পারবে না।

এমন কি ত্রিপুরা রাজ্য থেকে বামফ্রন্ট মুছে যাবে বলেও মন্তব্য করেন।  

বৈঠক উপলক্ষে এদিন এক সমাবেশ অনুষ্ঠিত হয় উদয়পুরের গদা চৌমুহনীতে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।