রাজধানীর সিটি সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে রোববার (২২ জানুয়ারি) ১৯৩৫ সালের ও তার পরবর্তী সময়ের বিভিন্ন চিঠি ও ডাকটিকিট নিয়ে হাজির হন আগরতলার শান্তনু বনিক।
শনিবার (২১ জানুয়ারি) শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় ডাক বিভাগ।
এ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো ভারতের প্রথম নারী অলিম্পিক জিমন্যাস্টিক ত্রিপুরার মেয়ে দীপা কর্মকারকে নিয়ে ডাকবিভাগের খামপ্রকাশ।
তবে, ডাক বিভাগের আগরতলা শাখার অবহেলায় প্রদর্শনীর বিষয়ে জানতে না পেড়ে অনেক সাধারণ মানুষই এতে থেকে বঞ্চিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ওএইচ/