ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় ‘গণতন্ত্রের জন্য দৌড়’ প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, জানুয়ারি ২৫, ২০১৭
আগরতলায় ‘গণতন্ত্রের জন্য দৌড়’ প্রতিযোগিতা আগরতলায় ‘গণতন্ত্রের জন্য দৌড়’ প্রতিযোগিতা/ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে ‘দৌড়’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল ইলেকশন ওয়াচ শাখার উদ্যোগে নির্বাচন কমিশন গবেষণা সংস্থা অর্পণ সোসাইটি, আগরতলা সাইকেল ক্লাব ও সামাজিক সংস্থা কল ফর নিডের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) আগরতলার বিবেকানন্দ স্টেডিয়াম থেকে মুখ্য নির্বাচনী কর্মকর্তা এসকে রাকেশ পতাকা নেড়ে এ দৌড় শুরুর সংকেত দেন।

এরপর প্রতিযোগীরা বিবেকানন্দ স্টেডিয়াম থেকে মহিলা কলেজ, দূর্গাবাড়ী, বিদুরকর্তা চৌমুহনী, কর্নেল চৌমুহনী হয়ে ফের বিবেকানন্দ স্টেডিয়ামে এসে দৌড় শেষ করেন।

এর আগে বিবেকানন্দ স্টেডিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা এসকে রাকেশ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা দেবাশিষ মোদক, ন্যাশনাল ইলেকশন ওয়াচ শাখার সঞ্চালক বিশ্বেন্দু ভট্টাচার্য্য ও আগরতলা সাইকেল ক্লাবের সভাপতি ডা. জয়ন্ত রায়।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাপন শিপ, দ্বিতীয় হন প্রসঞ্জিত দাস ও তৃতীয় স্থান অধিকার করেন সত্যজিৎ ভৌমিক।

তাদের ধারাবাহিকভাবে দুই হাজার, দেড় হাজার ও এক হাজার রুপি করে নগদ অর্থ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এছাড়াও এ অনুষ্ঠানের মাধ্যমে জয়শ্রী ব্যানার্জীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭

এসসিএন/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।