ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আগরতলায় সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি আগরতলায় সচেতনতামূলক বাইসাইকেল ৠালি/ছবি-বাংলানিউজ

আগরতলা: জ্বালানি তেল ও গ্যাস সাশ্রয়ের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আগরতলায় বাইসাইকেল র‌্যালি হয়েছে।

প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের ভাণ্ডার অফুরন্ত নয়, যেকোনো সময় তা ফুরিয়ে যেতে পারে। এখনই জ্বালানি তেল ও গ্যাস সাশ্রয়ের বিষয়ে সতর্ক হতে হবে।

তাই সাধারণ মানুষকে সচেতন করতে শুক্রবার এই র‌্যালির আয়োজন করে ভারতের রাষ্ট্রীয় সংস্থা গ্যাস অথরিটি অব ইন্ডিয়া (গেইল)।

এদিন রাজধানীর অভয়নগর এলাকার গেইলের ত্রিপুরা রাজ্যের প্রধান কার্যালয়ের সামন থেকে সংস্থার ত্রিপুরা শাখার ডিজি স্বপন কুমার বসু সবুজ পতাকা নেড়ে এ র‌্যালির শুরুর সংকেত দেন।  পরে র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয়। র‌্যালিতে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসসিএন/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।