ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশতম অধিবেশন ১৭ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, ফেব্রুয়ারি ২, ২০১৭
ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশতম অধিবেশন ১৭ ফেব্রুয়ারি

আগরতলা: একাদশতম ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশতম অধিবেশন বসবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ১নং ধারা অনুযায়ী, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় আগামী ১৭ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের আহ্বান করেছেন।

ত্রিপুরা বিধানসভার সচিবের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার বিধানসভা ভবনে ওইদিন স্থানীয় সময় বেলা ১১টায় অধিবেশন বসবে

রাজ্যপাল তথাগত রায়ের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে ত্রিপুরা সরকারের ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭

এসসিএন/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।