ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

তাপপ্রবাহে পুড়ছে আগরতলাসহ গোটা ত্রিপুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, এপ্রিল ১২, ২০১৭
তাপপ্রবাহে পুড়ছে আগরতলাসহ গোটা ত্রিপুরা তাপপ্রবাহে পুড়ছে আগরতলাসহ গোটা ত্রিপুরা-ছবি: বাংলানিউজ

আগরতলা: রাজধানী আগরতলাসহ ত্রিপুরা রাজ্যজুড়ে এখন চলছে তীব্র দাবদাহ। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১২ এপ্রিল) রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেটের উপর প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার (১৩ এপ্রিল) পর্যন্ত রাজ্যের ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমের প্রভাবে মানুষ প্রায় গৃহবন্দি হয়ে পড়েছে।

দুপুরে রাজধানীর কয়েকটি ব্যস্ততম সড়ক ফাঁকা দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ছাতা ও খাওয়ার পানি সঙ্গে নিয়ে বেরুতে দেখা যায় অনেককে।

এদিকে তাপমাত্রার পারদ যত বাড়ছে ভিড়ও বাড়ছে ডাব, শরবত, আইসক্রিমসহ বিভিন্ন ঠাণ্ডাপানীয়ের দোকানে। তাপপ্রবাহে পুড়ছে আগরতলাসহ গোটা ত্রিপুরা-ছবি: বাংলানিউজতীব্র গরমে হতে পারে হিটস্ট্রোক, তাই ডাক্তারদের পরামর্শ যতটুকু সম্ভব কড়া রোদ এড়িয়ে চলুন। নেহায়েত প্রয়োজন না হলে দুপুরের রোদে ছায়ায় থাকা ভালো। আগরতলার মতো রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাবাসীও গরমে নাজেহাল।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসসিএন/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।