পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার (১৩ এপ্রিল) পর্যন্ত রাজ্যের ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুপুরে রাজধানীর কয়েকটি ব্যস্ততম সড়ক ফাঁকা দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ছাতা ও খাওয়ার পানি সঙ্গে নিয়ে বেরুতে দেখা যায় অনেককে।
এদিকে তাপমাত্রার পারদ যত বাড়ছে ভিড়ও বাড়ছে ডাব, শরবত, আইসক্রিমসহ বিভিন্ন ঠাণ্ডাপানীয়ের দোকানে। তীব্র গরমে হতে পারে হিটস্ট্রোক, তাই ডাক্তারদের পরামর্শ যতটুকু সম্ভব কড়া রোদ এড়িয়ে চলুন। নেহায়েত প্রয়োজন না হলে দুপুরের রোদে ছায়ায় থাকা ভালো। আগরতলার মতো রাজ্যের প্রায় প্রতিটি মহকুমাবাসীও গরমে নাজেহাল।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসসিএন/এএটি/এএ