ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৩ নারীসহ ৯ বাংলাদেশি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, এপ্রিল ১৯, ২০১৭
ত্রিপুরায় ৩ নারীসহ ৯ বাংলাদেশি আটক

আগরতলা: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরায় ৩ নারীসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে ত্রিপুরা পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অন্তর্গত কলমচৌড়া থানা পুলিশ তাদেরকে আটক করে।

 

আটকরা হলেন- ইয়াসিন (২০), জীবন (১৮), সাহাদাত হুসেন (১৮), মোহম্মদ হোসেন (১৮), মোহম্মদ মৈনাল (২১), মো. রবি হোসেন (১৯), সাইদা আখতার (১৯), শিউলী আখতার (১৮) ও রাশিদা আখতার (২০)।

 

তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁকগলে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে নগদ ২০ হাজার রুপি উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে আটকরা জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী চেন্নাই যাওয়ার উদ্দ্যেশে ত্রিপুরায় প্রবেশ করেছে। তবে দালালকে আটক করতে পারেনি পুলিশ।

 

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭

এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।