ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মে ৭, ২০১৭
ত্রিপুরায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার ত্রিপুরায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার-ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর থেকে পরিত্যক্ত পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৭ মে) বিকেলে স্থানীয় গৌরনগরে পুলিশ সুপারের অফিস ও পুলিশ রির্জাভের মধ্যবর্তী এলাকায় খালি জায়গায় রাস্তার পাশে মাটির নিচ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

এদিন বিকেলে এলাকার একদল কিশোর খেলার ছলে মাটি খুঁড়ার সময় এগুলো দেখতে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ গ্রেনেডগুলো উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে বয়স্কদের ধারণা, গ্রেনেডগুলো ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। কারণ তখন এলাকাটি জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল।

তবে এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, মাটির নিচে এমন আরও গ্রেনেড পাওয়া যেতে পারে। তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসসিএন/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।