মঙ্গলবার (০৯ মে) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পণ্য নিয়ে ট্রেনটি আগরতলার দিকে যাচ্ছিলো।
ওই ঘটনার পর লাইনচ্যুত ট্রেনটির জ্বালানি তেলের ইঞ্জিন ফেটে তেল পড়তে শুরু করে। এ সময় স্থানীয়দের বালতি, ড্রাম, মগ নিয়ে মাটি থেকে তেল সংগ্রহ করতে দেখা গেছে।
কুমারঘাটের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) পণ্যবাহী ট্রেন লাইচ্যুতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) বাহিনী ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। জ্বালানি তেল ছড়িয়ে পড়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিনসহ দমকল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
তবে এ দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছেনা। দুর্ঘটনাটি পেঁচারথল রেল স্টেশনের কাছাকাছি হওয়ায় বিকল্প ট্রেক দিয়ে ট্রেন চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, ট্রেক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস