ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নানা আয়োজনে ত্রিপুরায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
নানা আয়োজনে ত্রিপুরায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন নানা আয়োজনে ত্রিপুরায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নানা আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।

বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে মঙ্গলবার (৯ মে) দুপুরে রবীন্দ্রশতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের শুরু হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা প্রমুখ।

শুরুতে মঞ্চে উপস্থিত অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিল্পীরা রবীন্দ্র নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বছরের রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট প্রাবন্ধিক সুবিমল রায় ও লেখক নরেশ চন্দ্র দেববর্মাকে।

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকেও তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসসিএন/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।