ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ১০, ২০১৭
ত্রিপুরায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ত্রিপুরায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ। ছবি: বাংলানিউজ

আগরতলা: নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।

বুধবার (১০ মে) পুরাতন আগরতলার দলুরা পঞ্চায়েতের ৩২ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সবিতা দাস, ভাইস চেয়ারম্যান নীহার রঞ্জন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কর বলেন, নারীরা বাড়ির কাজকর্ম সেরে প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা সময় দিলে মাসে কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার রুপি আয় করতে পারবেন।
 
তিনি আরও বলেন, যেসব নারীসেলাই মেশিন পেয়েছেন তাদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই তাদের সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে পরিবারের আর্থিক উন্নতিতে নারীরা সহায়ক ভূমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসসিএন/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।