ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সব ওষুধ ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে ই-পোর্টাল কাউন্সিল পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি) সংগঠন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওইদিন ত্রিপুরা রাজ্যের সব ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।
আগরতলার বাদুড়তলী লেনের এআইওসিডি’র অফিসে আয়োজিত সংবাদ সম্মেলন ডেকে ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তি লাল দেব। তিনি জানান, রোগীদের কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি করে ওষুধের দোকান খোলা রাখা হবে। এ সময় অ্যাসোসিয়েশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসসিএন/এএটি/আইএ