আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে যে রিপোর্ট এসেছে তাতে বিধানসভা নির্বাচনে ফের বামফ্রন্ট ক্ষমতায় আসছে বলে অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন দলের সিপিআইএম-এর রাজ্য সম্পাদক বিজন ধর।
সোমবার (২২ মে) সন্ধ্যায় আগরতলার মেলারমাঠ এলাকার দশরথদেব স্মৃতি ভবনে দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
বিজন ধর বলেন, আগামী নির্বাচনে বিজেপির সঙ্গে বামফ্রন্টের লড়াই হবে না।
লড়াই হবে দুই শিবিরের মধ্যে, যার একটির নেতৃত্ব দিচ্ছে বিজেপি। এই শিবির হলো দেশি-বিদেশি করপোরেটদের স্বার্থ রক্ষাকারী শিবির। এবং অপর শিবির হচ্ছে ত্রিপুরা রাজ্যের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার শিবির। সেখানে বামফ্রন্ট সামনে দাঁড়িয়ে এই উন্নয়নের ধারা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজ্যে উন্নয়নের জন্য সাধারণ মানুষ বামফ্রন্টের পাশে ছিলো, আগামী দিনেও পাশে থাকবে।
সংবাদ সম্মেলনে বিজন ধর ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এসসিএন/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।