ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিধানসভার চতুর্দশ অধিবেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ত্রিপুরায় বিধানসভার চতুর্দশ অধিবেশন শুরু ত্রিপুরায় বিধানসভার চতুর্দশ অধিবেশন শুরু

আগরতলা: ত্রিপুরার একাদশ বিধানসভার চতুর্দশতম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) শুরু হওয়া অধিবেশন চলবে আগামী ২৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত।

মূলত পণ্য পরিষেবা কর বিল ২০১৭ (জিএসটি) পাস করতেই এবারের অধিবেশন বসেছে।

অধিবেশনের প্রথম দিন বিধায়কদের প্রশ্নের উত্তর দেন বিভিন্ন দফতরের মন্ত্রীরা।

রেফারেন্স ও কলিং অ্যাটেনশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এদিন অধিবেশন পরিচালনা করেন বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

২৫ মে অধিবেশনের শেষ দিন জিএসটি বিলটি পেশ করা হবে। আগামী ১ জুলাই থেকে ত্রিপুরাসহ ভারতজুড়ে পণ্য পরিষেবা কর (জিএসটি) বিল চালু হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।