শুক্রবার (৯ জুন) সারা ভারতব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআই (এম) এবং তাদের শাখা সংগঠন সারা ভারত কৃষকসভা ও ক্ষেত মজুর ইউনিয়ন।
এদিন সন্ধ্যায় রাজধানী আগরতলার পার্শ্ববর্তী খয়েরপুরে সারা ভারত কৃষক সভার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।
খয়েরপুরের পাশাপাশি এদিন সন্ধ্যায় সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়য়ের বনকুমারী ইউনিট আগরতলার গোলচক্করে গবাদি পশু বিক্রির নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পুড়িয়ে প্রতিবাদ জানান।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭।
এসসিএন/এএ