আগরতলা: আগরতলা বিমানবন্দর থেকে ১৫টি সোনার বার ও একটি সোনার হার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৫ লাখ রুপি (১ রুপি সমান ১.২৫ টাকা)।
সোমবার (১২ জুন) বিকেলে বিমান বন্দরের লাউঞ্জ থেকে নিরাপত্তা তদারকির সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ'র জওয়ানরা এগুলো জব্দ করেন।
জনৈক প্লেন যাত্রীর গতিবিধি দেখে সিআইএসএফ জওয়ানদের সন্দেহ হয়।
তারা ঐ ব্যক্তিকে তল্লাশির এক পর্যায়ে পায়ের জুতায় স্ক্যান করান। সেখানে সোনার বার ও চেইনের অস্তিত্ব পাওয়া যায়। তবে কৌশলে ওই ব্যক্তি পালিয়ে যান। তার নাম লিটন আহমেদ (২৯)।
আটক সোনার বার ও চেইনের ওজন এক কেজি ৬শ' গ্রাম বলে জানা গেছে।
মঙ্গলবার এ বিষয়ে এয়ারপোর্ট থানায় জানতে চাইলে দায়িত্বরত অফিসার অনিতা ভড় জানান, এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। তবে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এসসিএন/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।