এ বিষয়ে আনারস ব্যবসায়ী অমল দেব বাংলানিউজকে বলেন, বাজারে দৈনিক ১০ থেকে ১২ গাড়ি আনারস আসে। এই আনারসগুলো আগরতলার পাশ্ববর্তী নন্দননগর, হেজামারা, বিশ্রামগঞ্জ, সোনামুড়া ইত্যাদি জায়গা থেকে আসে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসসিএন/এসজে/এনটি
আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় জমে উঠেছে আনারসের বাজার। এই বাজারে প্রায় সারা বছর ধরে আনারস পাওয়া গেলেও মে মাসের শেষ দিক থেকে বাজারে মৌসুমী আনারস আসতে শুরু করে। আর জুন মাস আসতে আসতে বাজার ছেয়ে যায় আনারসে।
এ বিষয়ে আনারস ব্যবসায়ী অমল দেব বাংলানিউজকে বলেন, বাজারে দৈনিক ১০ থেকে ১২ গাড়ি আনারস আসে। এই আনারসগুলো আগরতলার পাশ্ববর্তী নন্দননগর, হেজামারা, বিশ্রামগঞ্জ, সোনামুড়া ইত্যাদি জায়গা থেকে আসে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসসিএন/এসজে/এনটি