মঙ্গলবার (০৪ জুলাই) বিকেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হাসপাতলটির উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী বাদল চৌধুরী, রাজ্য ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী, স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী, স্বাস্থ্য দফতরের প্রধান সচিব এল ডার্লং প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থার চিত্র তুলে ধরেন। পাশাপাশি ডাক্তার ও নার্সদের পরামর্শ দেন নিজ নিজ দায়িত্ব পালন করতে।
হাসপাতালের দ্বিতল পাকা ভবনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১১ কোটি রুপি।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এসসিএন/এমজেএফ