ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার ঊনকোটিতে সিপিআই(এম) অফিসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, জুলাই ১১, ২০১৭
ত্রিপুরার ঊনকোটিতে সিপিআই(এম) অফিসে আগুন আগুনে ভস্মীভূত সিপিআই(এম) এর দলীয় কার্যালয়/ছবি: বাংলানিউজ

আগরতলা: আসন্ন নির্বাচন কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরায়। রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত রাখালতলী বাজারে এবার আগুনে পুড়লো খোদ শাসকদল সিপিআই(এম) এর দলীয় কার্যালয়।

সোমবার (১০ জুলাই) দিনগত রাত আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে খবর দেন কুমারঘাট ফায়ার সার্ভিস ও থানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

মঙ্গলবার (১১ জুলাই) কুমারঘাট মহকুমা পুলিশ কর্মকর্তা বনজবিপ্লব দাস বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে সিপিআই(এম) দলীয় কার্যালয় ছাড়াও আটটি দোকান ভস্মীভূত হয়েছে।

শাসকদলের স্থানীয় নেতাদের অভিযোগ, বিরোধীদলের দুষ্কৃতিকারীরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।