মৃতরা হলো-ওই এলাকার তরুণ চন্দ্র মলসুমের মেয়ে টুংকেল মলসুম (৭) ও ছেলে তনেজা মলসুম (৩)।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় টুংকেল ও তনেজা।
এদিকে, শিশু দু’টির মৃত্যুর খবর পেয়ে প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। মলসুম পাড়ায় ছুটে আসেন স্বাস্থ্য দফতরের মুখ্য আধিকারিক সঞ্জয় বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই এলাকায় আরো অনেক মানুষ জ্বরে আক্রান্ত। তাদের মধ্যে অনেকের শরীরে ম্যালেরিয়ার জীবানু থাকতে পারে। তাই তড়িঘড়ি এলাকায় স্বাস্থ্য শিবির বসানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এসসিএন/এমএফআই/ এসআই