ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

সারা ভারত কৃষক সভার সভ্যপদ গ্রহণ অভিযান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, জুলাই ২১, ২০১৭
সারা ভারত কৃষক সভার সভ্যপদ গ্রহণ অভিযান শুরু

আগরতলা: আইপিএফটি দল জাতি উপজাতির ঐক্য নষ্টের চক্রান্তে নেমেছে। এর বিরুদ্ধে কৃষক সংগঠনের লড়াই সংগ্রাম জারি থাকার আহ্বান নিয়ে কৃষক সভার ত্রিপুরা রাজ্যের বাগানবাজার অঞ্চল ভিত্তিক সভ্যপদ সংগ্রহ অভিযান করা হয়েছে। 

শুক্রবার (২১ জুলাই) সকালে এই অভিযান শুরু হয়।
 
দক্ষিণ দুর্গাপুর, দুর্গাপুর, বাগান বাজার ও দ্বারিকাপুরসহ একই দিনে ছয়টি স্থানে সাত সকালে বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি ঘিয়ে সভ্যপদ সংগ্রহ অভিযান করেন।


অঞ্চলে এই বার সভ্যপদ বাড়িয়ে ৩৪০০ জন করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
 
এই দিনের কর্মসূচিতে ছিলেন সারা ভারত কৃষক সভা খোয়াই জেলা সম্পাদক আলো রায়, খোয়াই জেলা সম্পাদকমণ্ডলী সদস্য তথা তেলিয়ামুড়া মহকুমার সভাপতি অশোক দাসগুপ্ত, বাগান বাজার অঞ্চল সম্পাদক অসিত দেবরায়, গণমুক্তি পরিষদের অঞ্চল সম্পাদক প্রফুল্ল দেববর্মা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।