ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

নির্বাচনী কৌশল স্থির করতে দিল্লিতে কংগ্রেসের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, জুলাই ৩১, ২০১৭
নির্বাচনী কৌশল স্থির করতে দিল্লিতে কংগ্রেসের বৈঠক নির্বাচনী কৌশল স্থির করতে দিল্লীতে কংগ্রেসের বৈঠক

আগরতলা: আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন। সেজন্য এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।

এরই ধারাবাহিকতায়ন অংশ হিসেবে নির্বাচনের রণনীতি স্থির করতে সোমবার (৩১ জুলাই) ভারতের জাতীয় রাজধানী দিল্লীতে বৈঠক করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতারা।

নিখিল ভারত কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে যোগদেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সিপি যোশী এবং প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যুব নেতা রাখু দাস বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এবারের নির্বাচনে বিজেপি ও সিপিএমের সঙ্গে সমানভাবে লড়াই করার জন্য প্রদেশ সভাপতির দাবি অনুযায়ী রাহুল গান্ধী সহমত পোষণ করেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য, জেলা সভাপতিদের একটি করে চার চাকার গাড়ি দেওয়া হবে, প্রার্থী তালিকায় ৩৫ শতাংশ যুবদের নাম থাকবে বলেও জানান এ যুব নেতা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।