ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার সোনামুড়ার হজযাত্রীদের সংবর্ধনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
ত্রিপুরার সোনামুড়ার হজযাত্রীদের সংবর্ধনা 

আগরতলা: ত্রিপুরা রাজ্য হজ কমিটি, ওয়াকফ বোর্ডের সোনামুড়া বিভাগীয় কমিটি ও সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বুধবার (০২ আগস্ট) এ বছরের হজযাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোনামুড়া টাউন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সম্পাদক সামসুল হক প্রমুখ।

এ বছর সোনামুড়া মহকুমা থেকে মোট ২৯ জন হজে যাবেন।

এর মধ্যে ১৯ জন পুরুষ ও ১০ জন নারী।  

সংর্বধনা অনুষ্ঠানে তাদের হাতে প্লেনের টিকিট, ব্যাগ, রুমালসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।